Image description

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে৷ আজ শনিবার বেলা তিনটার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা৷ আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের এই জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে৷

বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন৷ তাঁরা সবাইকে সুশৃঙ্খলভাবে সড়কের ওপর বসে পড়তে আহ্বান জানান৷

সারজিস আলম সবার উদ্দেশে বলেছেন, 'আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে৷ কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না৷'

 
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে৷ আজ বেলা তিনটার দিকেছবি: প্রথম আলো

শাহবাগে ব্লকেড কর্মসূচির মাইকে নানা স্লোগান দেওয়া হচ্ছে৷ এগুলোর মধ্যে আছে 'আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে', 'লীগ ধর, জেলে ভর', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ', 'দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক', 'এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়', 'আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' প্রভৃতি৷

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাতভর ও পরদিন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়৷ এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেন৷ পরে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মিন্টো রোডের মোড়ে ফোয়ারার সামনে তৈরি মঞ্চে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়৷ সেখানে এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন৷ বিভিন্ন ইসলামপন্থী ছাত্রসংগঠনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি প্ল্যাটফর্মের নেতারাও সেখানে বক্তব্য দেন৷

বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহ ওই মঞ্চ থেকে 'শাহবাগ ব্লকেডের' ঘোষণা দেন৷ এরপর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হয়৷ গতকাল রাত ১১টার দিকে শাহবাগের অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা- এই তিন দফা দাবিতে শাহবাগে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে৷ পাশাপাশি শনিবার (আজ) বেলা তিনটার দিকে শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন তিনি৷ হাসনাত বলেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে৷

এই ঘোষণা অনুযায়ী, গতকাল রাতভর শাহবাগে অবরোধ চলেছে৷ আজ সকাল থেকেও শাহবাগের সড়কে চলছে 'ব্লকেড'৷ এর মধ্যে গত রাত চারটার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের মহাসড়কে 'ব্লকেড' না দিতে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না৷ জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন, কিন্তু ব্লকেড নয়৷ ব্লকেড খুলে দিন৷’