
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার কথা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
৯ মে শুক্রবার গণমাধ্যমে পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রতি খোলা চিঠিতে তিনি এ কথা জানান।
সালাম ও শুভেচ্ছা জানিয়ে চিঠিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান লিখেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে রাজপথে জনগণ নেমে পড়েছে। পিলখানা, শাপলা চত্বর ও জুলাই অভ্যুত্থানে হাজার নিরপরাধ নারী শিশু ও গণতন্ত্রকামীদের হত্যা করেছে। দলগতভাবে আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে গণহত্যার জড়িত রয়েছে। জুলাই অভ্যুত্থানের কারনেই আজ আপনি উপদেষ্টার চেয়ারে অবস্থান করছেন।
তাই আপনারা জনগণের দাবী ও বাস্তবতা অনুধাবণ করুন। ২৪ ঘন্টার মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীজনদের নিয়ে বসুন। নিষিদ্ধ করার পদক্ষেপ নিন। আমরা শাহবাগ অবস্থান করছি। ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ।’