Image description

ঢাকার ওয়ারীর ২৭ শশীমোহন বশাক লেন। এই ঠিকানা দেখিয়ে নির্বাচন কমিশনে বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা) নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিন। তিনি নিজেকে পার্টির সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন নিবন্ধন আবেদনে। কিন্তু সরেজমিনে এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় পাওয়া যায়নি। বাড়ির নামফলকে দেওয়া রয়েছে মো. মমিনউদ্দিনের নাম। বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ জাস্টিস পার্টি নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয় এখানে কখনোই ছিল না; এখনো নেই। তবে এই বাড়ির তত্ত্বাবধায়ক বলেন, সালেহউদ্দিন এই বাড়ির জামাই। তবে তাকে কখনো দেখিনি। কেন তিনি এই বাড়ির ঠিকানায় দলের কার্যালয় দেখিয়েছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ছাড়া বাড়ির আশপাশের লোকজনও জানেন না এই বাড়ির ঠিকানায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে।

চট্টগ্রামের ২২০/বি, জুবিলি রোডের ঠিকানা ব্যবহার করে নির্বাচন কমিশনে জনতা কংগ্রেস পার্টি নামে দলের নিবন্ধন চেয়েছেন মোহাম্মদ আরমান আলী। তিনি নিজেকে পার্টির সুপ্রিম লিডার হিসেবে পরিচয় দিয়েছেন নিবন্ধন আবেদনে। কিন্তু চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার জুবিলি রোডের ওই ঠিকানায় গিয়ে জনতা কংগ্রেস পার্টি নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ের খোঁজ পাওয়া যায়নি। তবে ২২০-বি, জুবিলি রোডের এই ঠিকানায় গোলাপ জান মার্কেট নামে একটি পাঁচতলা ভবন আছে। ভবনের নিচ তলায় বিভিন্ন যন্ত্রাংশের দোকান রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে ড্রিল মেশিনের ওয়ার্কশপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির দোকানের ভাড়া গোডাউন। তৃতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ফ্লোরে আবাসিকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে ভবনটিতে কোনো রাজনৈতিক দলের অফিস তো দূরের কথা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অফিসও নেই। এই চিত্র নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা অধিকাংশ রাজনৈতিক দলের অফিসের ঠিকানার। ইসির কাছে দেওয়া ঠিকানায় অনেকের অফিস নেই। অনেকেই ভুয়া ঠিকানাও ব্যবহার করেছেন। আবার কেউ শ্বশুরবাড়ির ঠিকানায় চেয়েছেন দলের নিবন্ধন। এ এম এম নাসির উদ্দিন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় দুই মাস সময় বাড়িয়েছেন। ২২ জুনের মধ্যে বিদ্যমান আইনের নিবন্ধন শর্তপূরণ করে আবেদন করার আহ্বান জানিয়েছে ইসি। গত ১০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময় ২০ এপ্রিলের মধ্যে শতাধিক দলের আবেদন পড়েছে। ইসি কর্মকর্তারা জানান, এর মধ্যে সময় বাড়ানোর আবেদন পড়েছে ৬৫টি আর নিবন্ধনের আবেদন করেছে ৪৬টি দল। এদিকে বাংলাদেশ মুক্তি ঐক্যদল নামে দলের সভাপতি নুর ইসলাম শিকদার। তিনি নিবন্ধন আবেদনে দিয়েছেন বোয়ালমারী রহমানিয়া সুপার মার্কেট, পোস্ট ও উপজেলা বোয়ালমারী। জেলা ফরিদপুরের ঠিকানা। সরেজমিনে গিয়ে এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের অফিস খুঁজে পাওয়া যায়নি। এই মার্কেটের ব্যবসায়ীরা বলেন, কোনো দলের অফিস এখানে নেই। তবে একজন বলেন, নূর ইসলাম শিকদারের বাড়ি গুনবহা এলাকায়। ঢাকার রমাকান্ত নন্দী লেনের ১৬ নম্বর বাড়ির ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় দেখিয়ে নিবন্ধন চেয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি। আবেদনে দেখা গেছে, এই পার্টির সভাপতি মো. শিপন ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান হাজি মো. বাখু মৃৃধা। সরেজমিনে গিয়ে এই ঠিকানায় কোনো দলের কার্যালয় পাওয়া যায়নি। দলের কোনো সাইনবোর্ডও নেই। তবে এই ভবনের একজন মুদি দোকানদার বলেন, সব ফ্যামিলি অ্যাপার্টমেন্ট। নিচ তলার ঘরগুলো দোকানের জন্য ভাড়া দেওয়া। এখানে কোনো রাজনৈতিক দলের অফিস নেই। ২৪/২৫ দিলকুশা বাণিজ্যিক এলাকার (চতুর্থ তলা) ঢাকা-১০০০। ঠিকানায় দলের নিবন্ধন চেয়েছে বাংলাদেশ জনশক্তি পার্টি। এই ঠিকানায় রয়েছে সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়। করপোরেশনের সম্পদ ব্যবস্থাপনা (ভাড়া) বিভাগের তালিকায় বাংলাদেশ জনশক্তি পার্টির নামের কোনো ভাড়া দেওয়ার তথ্য নেই। চতুর্থ তলায় অন্য চারটি অফিস রয়েছে। ইসির আবেদনে দেখা গেছে, এই পার্টির আহ্বায়ক হচ্ছেন রবিউল ইসলাম। সদস্যসচিব জহির উদ্দিন হাওলাদার। ইসির নিবন্ধন আবদেন তালিকায় প্রথম রয়েছে বাংলাদেশ রক্ষণশীল দলের (বিসিপি) নাম। ঠিকানা দেওয়া রয়েছে ২২/১, মহব্বত খান নগর, ওয়ার্ড-৪৩, পাগাড়, টঙ্গী, গাজীপুর। আবেদনে সভাপতির নাম দিল আফরোজ ও মহা সচিব খায়েজ আহমেদ ভূঁইয়া দেওয়া হয়েছে। সরেজমিনে এই ঠিকানায় গিয়ে কোনো দলের অফিস পাওয়া যায়নি। এ ছাড়া  টঙ্গীর পাগাড় এলাকায় এমন নামে কোনো দলের অফিসও খুঁজে পাওয়া যায়নি।