Image description

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যে নির্বাচন রাতে হয় এবং জনগণের ভোটের অধিকার হরণ হয়, সে নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়।’

এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।