Image description

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলো বিভিন্ন প্রকল্পে এই অর্থ সহায়তা পাবে।

রবিবার মিলানে অনুষ্ঠিত এডিবির ৫৯তম বার্ষিক সভায় এ ঘোষণা দেন সংস্থার প্রেসিডেন্ট মাসাতো কান্দা। তিনি বলেন, “খরা, বন্যা, চরম তাপদাহ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ে কৃষি ও গ্রামীণ জীবন হুমকির মুখে পড়েছে। এই সম্প্রসারিত সহায়তা দেশগুলোকে ক্ষুধা দূরীকরণ, খাদ্যভ্যাস উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে।”

এডিবি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা কার্যক্রমে ২৬ বিলিয়ন ডলার বাড়ানো হয়েছে, ফলে ২০২২-২০৩০ মেয়াদে মোট সহায়তা দাঁড়াচ্ছে ৪০ বিলিয়ন ডলারে।

সহায়তাটি কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও ভোক্তা পর্যায় পর্যন্ত খাদ্য শৃঙ্খলে পরিবর্তন আনতে সহায়ক হবে। একই সঙ্গে কৃষক ও কৃষি ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।

বিডি প্রতিদিন