
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি স্কুল এন্ড কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এ কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে দেয়া হয়েছে পদ।
ছাত্রদলের কলেজ শাখার ১ নম্বর সদস্য হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম শাহরিয়ার নাফিস। তিনি উপজেলার চককীর্তি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
শাহরিয়ার নাফিস ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি সাংবাদিকদের হাতে এসেছে। এ নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের সাবেক এক সিনিয়র যুগ্ম-আহবায়ক বলেন, কমিটি গঠনের আগে ভালোভাবে যাচাই বাছাই করা উচিত ছিল। তাকে বির্তক আসায় অব্যাহতি দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। নবগঠিত চককীর্তি স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মুক্তাদির আলী বলেন, শাহরিয়ার নাফিস বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি আন্দোলনের সময় তার বাসায় পুলিশও গিয়েছিল।
তিনি আরো বলেন, ছাত্রলীগের পদে থাকার বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আলী বলেন, কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদনের জন্য প্রথমে একটি টিম গঠন করা হয়। টিম গঠনের মাধ্যমে একটি তালিকা হাতে আসার পর দেয়া হয়েছে আংশিক কমিটি অনুমোদন। তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সে রাজপথে ছিল। এছাড়া ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করলেও পদত্যাগপত্রটি দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আশা করি তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত রহস্য।