
খুলনার সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানীয়া ট্রাস্ট ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, আল্লামা সাঈদীর সাথে যারাই বেয়াদবি করেছে তারাই কোনো না কোনোভাবে দুনিয়ায় বিচারের সম্মুখীন হয়েছে। যে বিচারক সাঈদীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন তাকেই গরুর দড়ি গলায় দিয়ে টেনে হিঁচড়ে আবিষ্কার করেছিল জনগণ।
মঙ্গলবার (৬ মে) সকালে সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানীয়া ট্রাস্টের অধীন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার পঞ্চম তলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে।
সিদ্দিকীয়া কামিল মাদরাসা মহিলা শাখার আহবায়ক ও ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সেক্রেটারি এসএম আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, ট্রাস্টি বোর্ডর সদস্য অহিদুজ্জামান মিঠুন, মহিলা মাদরাসার উপাধ্যক্ষ শাকিলা উম্মে নূর প্রমুখ। পরে শামীম সাঈদী দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা পুরুষ ও মহিলা শাখা এবং হেফজ বিভাগের পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।