Image description

রাজবাড়ীর পাংশায় মো. রাশেদুল মন্ডল নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মো. রাশেদুল ইসলাম পাট্টা উত্তরপাড়া গ্রামের কিয়ামুদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে, পাট্টা ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ রয়েছে। রফিক মল্লিক ও সুমন মন্ডল একপক্ষের এবং অন্যপক্ষে নিহত মো. রাশেদুল। আজ সকালে নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে মারার যান তিনি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুপুরে পাট্টা মন্ডলপাড়া গ্রামের মো. সুমন মন্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিহত রাশেদুলের স্ত্রী জরিনা খাতুন বলেন, আমার স্বামী ধান কাটতে এলাকার বাইরে গেছিল। প্রায় এক মাস পরে গতকাল রাতে বাড়িতে আসে। আজ সকাল ৯টার দিকে নিভা স্কুলের সামনে থেকে রফিকুল মল্লিক ও তার লোকজন আমার স্বামীকে কুপিয়ে আহত করে। দুপুরে সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমার স্বামী মারা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঠান্টু বলেন, আমরা এক সঙ্গে নিভা মোড়ে যাই। সেখানে পান খাচ্ছিলাম। এ সময় রফিকসহ ৮-১০জন লোক রাশেদুলকে মারধর করে।

অভিযুক্ত রফিক মল্লিকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী তুলি খাতুন বলেন, সকালে নিভা মোড়ে আমার স্বামীর সঙ্গে রাশেদুলের হাতাহাতি হয়। খবর পেয়ে এ এলাকার অনেকেই গিয়ে রাশেদুলকে মারধর করে। আমার স্বামী রাশেদুলকে কোপায়নি।

সুমন মন্ডলের মা জানান, আমার ছেলে বিএনপির হারুন গ্রুপের সঙ্গে রাজনীতি করে। শুনেছি ওই পাড়ার সাবু গ্রুপের কাকে মেরে ফেলেছে। পরে ওই পাড়ার লোকজন এসে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গত রোজার ঈদের পর আমার ছেলে সুমনের হাত-পা ভেঙে দিয়েছিল। আমার ছেলে অসুস্থ। আগুনে প্রতিটি রুমের সব আসবাবপত্রসহ পুড়ে গেছে। আমরা কেউ বাড়িতে ছিলাম না।

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে পাংশা হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগুনের ঘটনায় পুলিশের এ কর্মকর্তা জানান, ইউনিয়নের পাট্টা মন্ডলপাড়ায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।