
শেখ হাসিনার দীর্ঘদিনের অবৈধ রাজত্বে রাজনীতিবিদ থেকে শিল্পপতি, শোবিজের তারকা থেকে সুবিধাবাদী কে মধু খায়নি! বাংলাদেশকে রীতিমতো মগের মুল্লুকে পরিনত করেছিল শেখ হাসিনা। আর তাকে মন্ত্রমুগ্ধ করার একটি মাত্র উপায়, তৈল মর্দন। আর তাতে যেন একটু বেশিই পারদর্শী ছিলেন শোবিজের বেশ কিছু তারকারা।
হাসিনার পতনের পর বেশ কিছু এসব তথাকথিত তারকারা গা ঢাকা দিয়েছে দেশে-বিদেশে।
বেশ কিছু অভিনয়শিল্পীদের নামে গত কয়েকদিনে হত্যাচেষ্টায় অর্থ প্রদান এবং ছাত্র জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আর এদের মধ্যে অন্যতম অভিনেতা সাজু খাদেম। নানা সময় আওয়ামীলীগকে প্রমোটের মাধ্যমে এবং বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আক্রমন করে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তুলে ধরতেন টিভি স্ক্রিন থেকে শুরু করে অভিনয়ের বিভিন্ন প্লাটফর্মে।
সম্প্রতি স্যোশাল হ্যান্ডেল এক্সে (টুইটার) ভাইরাল হয়েছে এই অভিনেতার একটি মঞ্চ অভিনয়ের ভিডিও। যেখানে এই অভিনেতা জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করে শৈল্পিকভাবে তাকে কলঙ্কিত করতে বাংলাদেশকে পাকিস্তান বানানোর মতো একটি ভয়ঙ্কর দায় চাপানোর চেষ্টা করেন এই মহান নেতার উপর। এমনকি তিনি ওই নাটকে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে শেখ মুজিব হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি নেটিজেনরা। একজন লিখেছেন, দালাল সাজু খাদেমরা যখন এরকম নির্লজ্জ কাজ করত তখন সেটিকে বিবেচনা করা হত শিল্প, সাহিত্য, শিল্পের স্বাধীনতা, শিল্পীদের কোন সীমানা নেই ইত্যাদি সস্তা কথাবার্তা। আসলে না তোরা শিল্পী, না তোরা সাহিত্যিক না তোরা কবি - তোরা হলো আওয়ামীলীগ।
আরেকজন লিখেছেন,সাজু খাদেমের মতো দালালদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। এছাড়া এমন বিতর্কিত স্ক্রিপ্ট যে বা যারা লিখেছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।