Image description

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গৌরীপুর থানার এসআই মো. হানিফ। 

তিনি জানান, গত ২৪ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তার মিজানুর রহমান গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বাইরাউরার গ্রামের আবুল কালামের ছেলে।