Image description

অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা এবং মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় যুবদল নেতা মো. মোবারক হেসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মোবারক হোসেন মানিকগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জানা গেছে, তার ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পর দল তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

গতকাল রোববার মানিকগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোবারক হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সকল নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।