Image description

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে, ফ্যাসিবাদের দোসরেরা এখনো আছে। তারা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে আবার কুমার নদের বালু উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পায়তারা করছে।

 

আজ শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঘট্রি ইউনিয়নের বড়খারদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন। 

ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী।

এ সময় তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসরেরা লুটপাট করেছে। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫ বছর।’

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নী জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাষ্টার প্রমুখ। 

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

স্থানীয়রা বলেন, ‘দিনের পর দিন কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর পাড় ধসে যাচ্ছে। নদীর তলদেশে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করার পরেও এখনো এই অবৈধকাণ্ড বন্ধ করা যায়নি।