Image description

ভারতের সাংবাদিক রক্তিম দাস সম্প্রতি রিপাবলিক বাংলা চ্যানেলে বাংলাদেশের রাজনীতির মাঠ নিয়ে মতপ্রকাশ করতে গিয়ে বলেন,আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে বিএনপি । তিনি ভবিষ্যদ্বাণী করেন যে,বিএনপি খুব দ্রুত ভারতবন্ধু হওয়ার চেষ্টা করবে।

রক্তিম দাস বলেছেন,যতদিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে,সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা  ছুঁড়ে ফেলে দিয়ে ভারতের কাছে আসতে চাইবে।কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে।তাই  বিএনপি খুব দ্রুত ভারতবন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর ক’ দিনের মধ্যেই,আমি ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি।

রক্তিম দাস বলেন,ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যে ভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা এক সঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে।কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে। কারণ বিএনপি আফটার অল একটা গণতান্ত্রিক দল।তারা রাজনীতি করতে চায়। তারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়।’

 


সূত্র:https://tinyurl.com/3z7p4uuw