
১৯৯৪ সাল, দক্ষিণ আফ্রিকার বিমান ধরার অপেক্ষায় পাকিস্তান। ঠিক তখনই হুলস্থুল কাণ্ড! রশিদ লতিফ ও বাসিত আলি দল ছেড়ে দিল। কারণ হিসেবে তারা জানাল, অনেক কিছু ঠিক নেই। কি ঠিক নেই—সেই নিয়ে চলল লম্বা তদন্ত। নিষিদ্ধ হলো সেলিম মালিক, শাস্তি শুনল ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। সেই ঘটনা আবার সামনে আসতে যাচ্ছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ জানিয়েছেন, তিনি সেই সময়কার কাহিনী ফাঁস করে দেবেন। পাকিস্তানের গণমাধ্যমকে রশিদ বলেছেন, ‘সত্যি বলছি যা যা ঘটেছে সবকিছু সামনে নিয়ে আসব। এবং বইটি সবাই পড়তে পারবে।’ সাবেক এই তারকার এমন কথার পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট। কেউ কেউ বইটি দ্রুত আনারও তাগিদ দিচ্ছে।
ঠিক কি নিয়ে বই লিখেছেন রশিদ, তা জানায়নি। তবে তিনি বলেছেন, এটি একটি জীবনীমূলক বই। সেখানে রশিদ সব খোলাশা করার ঘোষণা দিয়েছেন। ৯০ এর দশকে পাকিস্তানের ক্রিকেটে নানা কাণ্ড নিয়ে রশিদ বই লিখবেন বলে জানিয়েছেন। ম্যাচ পাতানোর কথা গুলোও রাখবেন সেখানে।
নব্বুইয়ের দশকে যারা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। সেই স্ক্যান্ডালের নানা তথ্য প্রকাশ্যে এসেছিল। উঠে এসেছিল বেশ কিছু হাইপ্রোফাইল নাম। তালিকায় ছিলেন—আতাউর রহমান, দানিশ কানেরিয়া, সালমান বাট, মোহাম্মদ আমির, শারজিল খান, সেলিম মালিকের মতো তারকারা। এমনকি কিংবদন্তি ওয়াসিম আকরামের নামও এসেছিল। যা নিয়ে তদন্তও হয়েছিল।
তবে এর আগেও অনেক সাবেক ক্রিকেটারই হুঁশিয়ারি দিয়েছেন, ম্যাচ ফিক্সিং নিয়ে নানা কথা প্রকাশ্যে আনার। কিন্তু আদতে তেমন কিছুই দেখা যায়নি। এবার রশিদ লতিফ বললেন, ‘সব ফাঁস করে দেব।’