Image description

পর্যটন নগরী কক্সবাজারে গত ১৫ এপ্রিল রাতে একটি জুয়ার আসর বন্ধ করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রতিনিধির ওপর হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে চাউর হলেই সাঈদ স্বাধীন নামটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় স্থানীয় রাজনৈতিক নানা মহলে। ওই রাতে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দুই ছাত্র প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও পরবর্তীতে সাঈদ স্বাধীন নামের ছাত্র প্রতিনিধির রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। 

২০২৩ সালে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকার প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এই স্বাধীন ছিলেন ছাত্রলীগের প্রতাপশালী নেতাদের একজন। আর বর্তমানে পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর রাতারাতি তিনি বনে যান ছাত্র প্রতিনিধি।

 
এখন তিনি পুরো দুস্তর জুলাই বিপ্লবের স্পিড নিয়ে সদ্য গঠিত জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ এনসিপির কক্সবাজার এর সংগঠক।