Image description

লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই। একমাত্র ইসলামী শিক্ষাই মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ফরিদপুর জেলার আলফাডাঙ্গার মিঠাপুরে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। মিঠাপুর যুবসমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলি আগ্রাসন, বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লায়ন ফারুক বলেন, এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। জায়নবাদী ইসরায়েলের জঘন্যতম এই বর্বরতার বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।