Image description
 

জিলাপি খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ইটনা বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করে। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, ওসি মনোয়ার হোসেনকে অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে। সমন্বয়ক নামধারী আওয়ামী দোসর আফজাল হুসাইন শান্তর অভিযোগের ভিত্তিতে এমন বদলির আদেশ সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুততম সময়ের মধ্যে ওসি মনোয়ারকে থানায় যোগদানের দাবিও জানান তারা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সমন্বয়ক আফজাল হুসাইন শান্তর কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ বিষয়ে একটি অডিও রেকর্ড ভাইরাল হলে এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ আদেশ দেয়া হয়।