Image description
 

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ঢাকা মহানগর।

সোমবার বিকাল ৪টায় মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ চলছে, যা বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

বিক্ষোভ মিছিলে যোগ দিতে শাহবাগে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভে নেতারা বলেন, সারা পৃথিবীর মানবতাবাদী মানুষ ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। ভারতেও মুসলমানদের অধিকার হরণের জন্য তৎপরতা চলছে। আমরা বিপন্ন মানবতার জন্য, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এনসিপি সব সময় মজলুমের পক্ষে দাঁড়াবে।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতারা রয়েছেন।