
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ। তিনি বলেন, "ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু এমন কোনো সীমা নেই যা তিনি লঙ্ঘন করেননি।"
ইসরায়েলি সংবাদপত্র ইদিয়োথ আহারোনোথ আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গান্টজ বলেন, “নেতানিয়াহু এখন আর কোনো রকম সংযম মানছেন না। তিনি শুধুমাত্র সরকারে টিকে থাকার জন্য যা ইচ্ছা তাই করছেন।”
তিনি আরও বলেন, “আইন ও বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে অবমূল্যায়ন করছেন নেতানিয়াহু। এটি দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক এক নজির।”