Image description

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান আগামী ঈদুল আজহার আগেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

 

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ জসিম উদ্দিনের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় আজ বুধবার ঈদ উপহারসামগ্রী ও অর্থ সহায়তা পৌঁছে দিতে গিয়ে এ কথা বলেন আলতাফ হোসেন।

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের থেকে অনেকটা সুস্থ, এখন তিনি হাঁটা-চলা করতে পারেন। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোও শেষ হয়ে যাচ্ছে। আগামী ঈদুল আজহার আগেই তারা দেশে ফিরবেন।

এর আগে আজ সকালে ঢাকা থেকে দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাট এলাকায় শহিদ জসিম উদ্দিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত করেন আলতাফ হোসেন। পরে উঠান বৈঠকের মাধ্যমে শহিদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা. রুমা বেগম, তার মেয়ে লামিয়া ও মা রাবেয়া বেগমের হাতে ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।

বিএনপি সারাজীবন শহিদ জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বলে সেখানে প্রতিশ্রুতি দেন দলটির এই নেতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, পটুয়াখালী জেলা যুবদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক নাজমুন নাহার নাজু প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন জসিম উদ্দিন। ১০ দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।