
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সকলের মাসিক চাঁদা, সদস্য সংগ্রহ, সদস্য নবায়নের ভিত্তিতে প্রতি মাসে একটি অর্থ দিতে হয়। সেই অর্থে চলে বিএনপি। বিগত দিনের চেয়ে এখন বিএনপির আর্থিক অবস্থা ভালো। কারণ, এখন সবাই মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছে, সবাই মাসিক চাঁদা দিচ্ছে। এতে করে বিএনপির আর্থিক সমস্যা নেই।
সোমবার (৩১ মার্চ) সকালে নিজ নির্বাচনী এলাকা জামালপুরের দেওয়ানগঞ্জের কামিল স্নাতকোত্তর মাদরাসা মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। দীর্ঘ নয় বছর পর তাঁর নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিল্লাত বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের একসাথে ফেরার কোনও প্রোগ্রাম হয়নি। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এপ্রিলে দেশে আসছেন। এটা সত্য।
ঈদের পরে নির্বাচন নিয়ে কর্মসূচিতে যাওয়ার বিষয়ে মিল্লাত বলেন, ‘বিএনপি নির্বাচন চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। সে কারণে নির্বাচনের জন্য ড. ইউনূসসহ তার উপদেষ্টামণ্ডলীর কাছে অনুরোধ করা হচ্ছে। তবে যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কোনো কুচক্রী মহল ইন্ধন জোগায় তাহলে সেটাকে রুখতে ঈদের পর কর্মসূচি দেওয়া হবে।’
এ ছাড়াও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফরের বিষয়টি ইতিবাচক হিসেবে বিএনপি দেখছে বলে জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘পার্শবর্তী শক্তিশালী একটি দেশ চীন অনেক বিনিয়োগ করেছে বাংলাদেশে। সে সময় বিনিয়োগের অর্ধেকই ফ্যাসিস্ট সরকার লুট করেছে। আমার বিশ্বাস ড. ইউনূসের সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা হলো তার প্রেক্ষিতে আরও বিনিয়োগ বেশি হবে। ইতিমধ্যে ২.১ বিলিয়ন ডলারের একটি প্রস্তাবনা তারা দিয়েছে। এ ছাড়া আমরাও যদি সরকার গঠন করতে পারি সেখানেও চীন বিনিয়োগ করবে। চীন আমাদের অত্যন্ত পুরোনো বন্ধু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাঈফুল ইসলামসহ আরও অনেক বক্তব্য দেন।