Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আলহামদুলিল্লাহ ১৭ বছর পর ভিন্ন রকম পরিবেশে ঈদের নামাজ পড়তে পারলাম। সমস্ত অন্যায় অত্যাচার দুঃশাসন থেকে মুক্ত পরিবেশে একটি স্বাধীনভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে ঈদুল ফিতরের নামাজ ও শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি।

সোমবার (৩১ মার্চ) ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। অসংখ্য নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হামলা মামলার শিকার হয়েছিলেন। আমরা ঘরে থাকতে পারিনি, নামাজ পড়তে পারিনি। এবার আমরা স্বাধীন পরিবেশে ঈদের নামাজ পড়তে পেরেছি। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র দ্রুতই প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করি।

পরে তিনি অসুস্থ বিএনপি নেতা আইয়ুব মোল্লাকে দেখতে তার বাড়িতে যান এবং দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতে তাদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় সঙ্গে ছিলেন ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, সাবেক কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌরকৃষক দলের সাবেক সভাপতি আলম মুন্সী, বিএনপি নেতা শহিদুল ইসলাম বিট্টু, ওসমান মুন্সী প্রমুখ।