
সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ নাসিব হাসান রিয়ানসহ অন্যান্য শহীদের স্মরণে এবং আহত, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কালগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য বারী তরফদার এবং সঞ্চালনা করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির প্রতিনিধি ইলিয়াস হোসেন।
এছাড়া আরও বক্তব্য দেন— কালিগঞ্জ উপজেলা জামায়াতের সূরাহ ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডা. মিজানুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাহমুদ, তাড়ালি ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু জাফর, কালিগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. আব্দুল করিম, শিক্ষার্থী মো. শামীম হোসেন এবং কালিগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমীর হামজা।
অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, গত ১৭ বছর অনেকেই পরিবারের সাথে ঈদ করতে পারেননি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন ড. ইউনুস সরকার ক্ষমতা নেয়, তখন দেশ বিধ্বস্ত অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের বদলে একটি দল শুধুমাত্র নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। গত ১৭ বছরে তারা আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি, দেশের জন্য কিছু করতে পারেনি। অথচ এখন তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।
তারা আরও বলেন, ড. ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই অগ্রগতি যেন অব্যাহত থাকে এবং দেশ আরও অনন্য উচ্চতায় পৌঁছায়।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে দোয়া করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।