Image description

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় নিজ বাসা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। টুকু এজহারনামীয় দুটি মামলার আসামি বলে জানায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ।

গাজী মোজাম্মেল হোসেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গাজী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ কারণে আজ গাজী মোজাম্মেলকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘গাজী মোজাম্মেল হোসেন টুকুর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদনও করা হবে বলেও জানান ওসি।