Image description

টুডে ডেস্ক ঃ 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজকে সেনাবাহিনীর অফিসার্স এড্রেসে বক্তব্য রাখেন। আজকে তিনি কি বক্তব্য রেখেছেন, এটা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কানাঘুষা হচ্ছে। সাবেক সেনা অফিসার কর্নেল (অব) মুস্তাফিজুর রহমান তার ফেইজবুক পেইজে  জেনারেল ওয়াকারের বক্তব্যের একটা সারাংশ দিয়েছেন। পাঠকের জন্য আমরা তুলে ধরলাম ঃ      

সেনাপ্রধান জেনারেল ওয়াকার গতকালের অফিসার্স এড্রেসের প্রধান লক্ষনীয় বিষয় ছিল তার অমায়িক বডি ল্যাংগুয়েজ এবং নম্র কথাবার্তা। তার পূববর্তি ২৫ ফেব্রুয়ারির রাওয়ায় তার উদ্ধত আচরণ ছিন সম্পূর্ণ অনুপস্থিত।

তিনি চীফ এ‍্যাডভাইজারের নাম সন্মানের সাথে উল্লেখ করেন।

সেনাপ্রধান বর্তমান পরিস্থিতি নিয়ে রেগুলার সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা সহ তাঁদের উৎসাহিত করেন। অন্যান্য রুটিন অপারেশনাল এবং প্রসাশনিক বক্তব্যের পর বলেনঃ

তিনি উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশে সেনাবাহিনীর দেশে বর্তমান ভূমিকা এবং ইউএনপিসকিপিং মিসনে তাদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি গুরুত্বপূর্ণ যে কথাটা বলেন তাহল তার কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার সম্ভবনা রয়েছে। একই তথ্য আমরা কিছুদিন আগে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের লাইভে শুনেছি । মনে হচ্ছে তিনি একই সূত্র থেকে এই তথ্য পেয়েছিলেন। এর থেকে আমরা আরও বুঝতে পারে কাদের সাথে গোয়েন্দা সংস্থার নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি আরো বলেন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এটা সংঘটিত হলে তাদের তার আদেশে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এটা আমাদের জন‍্য যুদ্ধ এবং সেনাবাহিনীর বর্তমান ডেপ্লয়মেন্টের চূড়ান্ত বিজয় হলো সুষ্ঠু নির্বাচন।

এই যুদ্ধ আমরা জ্ঞান, ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে লড়ব, বলপ্রয়োগের মাধ্যমে নয়।

আমরা জনগণের অঙ্গ-প্রত্যঙ্গ ভাঙব না, বরং পেশাদারভাবে তাদের পরিচালনা করব।

অবশেষে তিনি তিনবার এই শব্দগুলি উচ্চারণ করলেন-

ধৈর্য
ক্ষমা
সহনশীলতা
প্রজ্ঞা

তিনি এ‍্যাড্রেস শেষে কোন প্রশ্ন উত্তর পর্ব রাখেননি