
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে। এতে তাকে বলতে শুনা যায়, সারা দেশে যেহেতু তার বিরুদ্ধে ২২৭টা হত্যা মামলা হয়েছে, তাই তিনি এখন ২২৭জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন।
আওয়ামী লীগ নেতার সাথে ফোনালাপের এক পর্যায় হাসিনা বলেন, ‘আমার তো সারাদেশে ২২৭টা মার্ডার কেইস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও করো। এখন অন্তত ২২৭জনকে মারার লাইসেন্স তো পেয়ে গেছি! এক মামলায় যেই শাস্তি সোয়া দুইশ মামলায় সেই শাস্তি। তো ঠিক আছে, সেই শাস্তি মেনে নিব তবে তার আগে সোয়া দুইশ পূরণ করে নিব।’
তবে ফোনালাপটি কবের, সেই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।