Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে যেভাবে দৃশ্যত মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। শুক্রবার (২১ মার্চ) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, ‘যারা সংস্কার শেষ হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে যেভাবে দৃশ্যত মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। 

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছামতো কাটা ছেড়া করে পতিত পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল, সেই সংবিধানের ৬৫ অনুচ্ছেদে দুই দফায় লেখা রয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে।’

বর্তমানে ক্ষমতায় বিভিন্ন শ্রেণীপেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন। এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়নে নিজেদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চান। বিএনপি ও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান।