Image description
 

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে জাহাঙ্গীর আলম (১৯) নামে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে নুর হোসাইন (২৭)। তবে তিনি রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন সীমান্তের ওপারে পণ্য চোরাচালানে জড়িত ছিলেন। রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য আনা নেয়ার সময় সীমান্তের ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এতে বাম পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নুর হোসেনও। তবে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম এন্ড অপস্) বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কোন কারণে তাদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।