
বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, “আমরা ঢালাওভাবে কাউকে বিচার চাই না, তবে যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পাশাপাশি তাদের পেছনের শক্তিগুলোকেও ছাড় দেওয়া যাবে না।”
ড. ইফতেখারুজ্জামান তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। কিন্তু যারা তাদের পেছনে থেকে সহযোগিতা করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েছে বা দুর্নীতিকে সহায়তা করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।"
তিনি আরও বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক চর্চা নিয়ে যে উদ্বেগ দীর্ঘদিন ধরে উঠে এসেছে, তা যদি আগেই গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো, তাহলে দেশের গণতান্ত্রিক কাঠামো কতৃত্ববাদী শাসনের দিকে এগোতো না।
সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও সুশাসনের বিভিন্ন বিষয় উঠে এসেছে। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, "আমাদের যে উদ্বেগগুলো দীর্ঘদিন ধরে তুলে ধরা হয়েছে, তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই প্রতিবেদন প্রমাণ করেছে, সুশাসন নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলো উপেক্ষা করার আর সুযোগ নেই।"