
ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।
বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় তিনি।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে।
রাজনৈতিক ঐক্য প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে।’ এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।