Image description

বিএনপির সাবেক এমপি নাজিমুদ্দিন নেতাকর্মীদের বলেছেন, "আস্তে আস্তে ভোগ করুন, একদিনে সব খেয়ে ফেলবেন না। ধীরে চললে অনেক দূর যাওয়া সম্ভব।" তিনি আরও বলেন, "যারা বেশি খাচ্ছে, তারা পরে গিয়ে স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই কম কম খান, দীর্ঘদিন খান।"

তিনি বলেন, "আমরা সবাই মিলে দেশ চালাবো, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই দেশ পরিচালিত হবে। ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব দেওয়া হবে, জামাত থাকবে বিরোধী দলে, জাতীয় পার্টির অবস্থানও থাকবে।"

তিনি অভিযোগ করে বলেন, "১৭ বছর ধরে আওয়ামী লীগ আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। এখন কিছু লোক অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তবে আমরা সবাই মিলে দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবো।"

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "ভোলা-বরিশাল ব্রিজসহ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করবো। দেশের আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।"

নাজিমুদ্দিন তার বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "তোমার যত বড় নেতা হও না কেন, কারও হক মেরে খেতে পারবে না। সবাইকে ন্যায়ের পথে থাকতে হবে, কারণ একদিন সবাইকে কবরে যেতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/LMFj07bCU28?si=mAWSdNa2rn0aRG6m