
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “হাসিনা চলে গেছে কিন্তু ষড়যন্ত্র যায়নি। সবচেয়ে দুঃখজনক হলো, গত ১৫ বছর যারা আমাদের মধ্যে ছিল না, যাদের কখনো কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি তাদের ঘাড়ের ওপরে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।”
তিনি বলেন, “বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছিলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।”
রবিবার (১৬ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি একথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমাদের ১৭ বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া। উনাকে অন্যায়ভাবে ছয়টি বছর মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিল। বন্দি অবস্থায় উনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও আমরা শুনতে পেয়েছিলাম। উনাকে বলা হয়েছিল- আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তাহলে আপনাকে জামিন দেওয়া হবে। তারপরেও উনি স্বৈরাচারের কাছে মাথানত করেননি। বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা (আত্মত্যাগ) করেছেন খালেদা জিয়া।”