Image description

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই ছাত্রলীগ নেতা ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে তাকে আটক করে ছাত্র প্রতিনিধিরা। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।রবিবার দুপুরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ‘ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’