
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মীরা আজ (১৭ মার্চ) সকালে প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির কারণ ছিল এমআরটি পুলিশের হাতে চারজন মেট্রো রেলকর্মীর শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া। তবে, কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করার এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হয়।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, "শারীরিক আঘাতের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রক্রিয়া শুরু হয়েছে।" এছাড়া, মন্ত্রণালয় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে যাতে বিষয়টির তদন্ত করা হবে।
গত রবিবার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দেন। তারা বিভিন্ন দাবি জানান, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—আসামি পুলিশ সদস্য (এসআই মাসুদ) এবং তার সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী গঠন, এমআরটি পুলিশকে বাতিল করা, এবং স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে মেট্রো রেল কর্মীরা জানান, সম্প্রতি দুটি মহিলা বিনা টিকিটে মেট্রো রেলে ভ্রমণ করতে গিয়ে একটি বিরোধের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশ কন্ট্রোলরুমে গিয়ে আরো জটিল হয়ে ওঠে। এর পর, পুলিশ সদস্যরা সিআরএ সদস্যদের শারীরিকভাবে আঘাত করেন এবং গুলি করার হুমকি দেন।
এই ঘটনায় কর্মীরা কাজ বন্ধ রাখলেও কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে এবং মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করা হয়।