
দীর্ঘ আট বছর পর ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংগঠনটির ফেইসবুক পেজে প্রকাশ করা হয়।
৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাহাত জামানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তারা দুজন যথাক্রমে ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. সোহাগ, সহ সভাপতি শাহ পরান, মো. মাহির আসিফ, আল সোয়াইবি, মো. সাঈদ আল নাঈম, মার্জিয়া সুলতানা পিংকি, সৈয়দ উসামা ইব্রাহীম, মো. জসিম উদ্দিন লস্কর, শরিফ আহমেদ, মো. আহাদ রহমান, মো. ইমন হোসেন এলিম।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, মো. জহিরুল ইসলাম, মো. রাহাত হোসেন, আফফান, মিঠু সরকার, মো. মোস্তাকিন ইসলাম, মো. জুনায়েদ হাসান, মো. আল আমিন, ফাহাদ খান, মোহাম্মদ সোহানুর রহমান, মো. আরফান উদ্দীন, মো. জুলফিকার রহমান, মো. জাবির, হারুন অর রশিদ রাসেল, তাজুল ইসলাম, খলিলুর রহমান চাঁদ, মোহাম্মদ আশিক।
সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, নূর আলম রাজিব, জামিল সাজ্জাদ, আবু আফসার মোজাম্মেল, মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, এস এম সাখাওয়াত শাকিব নিলয়, সোহান শাহ, মো. মেহেদী হাসান, সোহান শাহ, মো. মেহেদী হাসান, মো. শরীফ মিয়া, মোস্তাক আহমেদ, মো মোবিন সিদ্দিক।
সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহন, সহ সাংগঠনিক সম্পাদক নাছিমুল হুদা খুররম, শেফায়তুল ইসলাম, ফাহিম আবিদ সৌমিক, রাকিব মিয়া, মো. মাহফুজ মিয়া, আবুল হাসানাত, কাজী তানভির রহমান, হৃদয় হাসান, আল মামুন, মারুফ সাকলিন।
দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স, সহ দপ্তর সম্পাদক মো. তারেক রহমান, প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন, সহ প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রীবিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মিয়া, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দীন, সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, সহ সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, আন্তর্জাতিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, অর্থ সম্পাদক তারেক রহমান, সহ অর্থ সম্পাদক মো. কাফি কাওসার, নাট্য বিষয়ক সম্পাদক মো. খালিদ হাসান কনক, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন সাকিব, মানবাধিকার সম্পাদক আছিফ মাহবুব ওহী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন অপি, যোগাযোগ সম্পাদক মো. হাছিবুর রহমান, আইন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল নিয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাসির মামুন শুভ, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন, পাঠাগার সম্পাদক এস এম জিয়াদ জুবাইরী।
২০১৬ সালের ১৩ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তখনকার সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসানের সময় শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।
দীর্ঘ আট বছর পর ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের লক্ষ্য হচ্ছে আগামীর বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠা করা। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়েই আমরা সুন্দর ক্যাম্পাস গড়ে চাই।”
সভাপতি রাহাত হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী হিসেবে আমার এই পথচলা অনেকটাই কঠিন ছিল। এ পথচলায় যেসব শিক্ষক, বড়ভাই, বন্ধু, ও ছোট ভাইদের পাশে পেয়েছি তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
“শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে যাবে। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণকর হয়, এমন কিছু কাজ করে যেতে চাই, যা তাদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। শাবিপ্রবি ছাত্রদল হবে শিক্ষার্থীদের আশার প্রতীক, মাজলুমের আশ্রয়স্থল, সাধারণ শিক্ষার্থীদের একমাত্র অবলম্বন।”