
৬টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, এরই মধ্যে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া হয়েছে।
শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে।
প্রেস সচিব জানান, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০ শতাংশ জমিসহ ৮ টি ফ্ল্যাট পাওয়া গেছে।