Image description

যারা দুর্নীতি করে, দেশের টাকা অন্য দেশে পাচার করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে তারা সবচেয়ে বড় জালিম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুর নড়িয়া পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়িয়া থানা আমির ইলিয়াছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মোফাচ্ছির হোসাইন, আব্দুল কুদ্দুস তালুকদার মাহমুদুল হাসান।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জালিমদের আল্লাহতায়ালা কখনো ছাড় দেন না বরং তিনি এমনভাবে শাস্তি দেন মানুষ তা টেরও পায় না। ফেরআউন জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহতায়ালা তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। নমরুদ যখন জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল আল্লাহতায়ালা তাকে একটি ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। বিগত সরকার যখন জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহতায়ালা তাদের স্কুল-কলেজের ছোট শিক্ষার্থীদের মাধ্যমে, ছাত্র-জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়েছেন।

 

তিনি বলেন, আগামী নির্বাচনে যদি সত্যিকারের ওলামায়ে কেরাম জয়লাভ করে সরকার গঠন করেন তাহলে বাস্তবেই সোনার বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে খেলাফত আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসানের নাম ঘোষণা করেন এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নড়িয়া-সখিপুর এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের আহ্বান জানান।