Image description
 

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, গণভবন, এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরও কিছু ভবনকে উপাসনালয় হিসেবে উপস্থাপন করে রাজনীতি করার ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তারই প্রতিফলন হিসেবে ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সাথে একটি কথোপকথনে সারজিস আলম এ মন্তব্য করেন।

সারজিস বলেন, মানুষ যখন তাদের ন্যুনতম চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে বা অন্যান্য রাজনৈতিক পরিসরে প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন তাদের ক্ষোভের প্রতিফলনটা বিভিন্নভাবে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ থেকে দুই, তিন বা চার মাস পরে যদি শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, তাহলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না, আমাদের শহীদ পরিবার বা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা রাস্তায় নেমে যেতে হবে। 

দৃশ্যমান বিচার ব্যবস্থা না হলে আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত আরও কোনো প্রতিষ্ঠান বা বাড়ি ভাঙা হবে কিনা জানতে চাওয়া হলে সারজিস বলেন, ‘এটা আওয়ামী লীগের ব্যাপার না। আওয়ামী লীগের কিছু মানুষ যারা হত্যাযজ্ঞ, খুন, স্বৈরাচারের সাথে জড়িত ছিলো, এবং তারা যেসব প্রতিষ্ঠান বা বাড়িকে উপাসনালয় হিসেবে উপস্থাপন করে রাজনীতি করেছে মানুষের ক্ষোভ সেই জায়গায়। বাংলাদেশে ধরে নিচ্ছি ২০% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিলেন, সবার বাড়িতে গিয়ে তো হামলা করা হয়নি।’