Image description
 

আ্যডভোকেট  সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সাবেক সংসদ সদস্য,বি এনপি,  একটি টক শো তে ছাত্র সংগঠন গুলোকে নিয়ে মন্তব্য করে বলেন-  প্রত্যেক ছাত্র সংগঠনের একটি নীতি আছে। জামায়েত ইসলামের কোন নীতি নেই।

 

তারা সব যায়গান রগ কাটো, হাত, পা  কাটো প্যানিক সৃষ্টি করে, জিম্মি করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করে সকলকে বিতাড়িত কর। আওয়ামী লীগ এর সাথে ছাত্র জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন এর কোন রাষ্ট্রীয় পার্থক্য নেই বলে তিনি মনে করেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে তিনি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন যে, জামায়েত ইসলামের ছাত্র শিবিরেরা একের পর এক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন।  হাত,পা,রগ কাটা তাদের বৈশিষ্ট্য।

 

তারা বিশ্বজিৎ কে মেরেছে, রাজশাহী মেডিকেল এর জামিল আক্তার, রিমু কে মেরেছে, একের পর এক হত্যাকান্ড তারা চালিয়েছে এবং দিনাজপুরের চর এলাকায় গিয়ে ভুড়িভোজ করেছে।