Image description

জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এ মাসের মধ্যে দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই। তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন চলবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলবে।

নয়া দলের বিষয়ে জানাক আহ্বায়ক বলেন, দল চালানোর জন্য কিছু র‍্যাঙ্ক তৈরি করা হয়েছে। কিন্তু মাঠে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, না হয় ছাত্রলীগের মতো পরিণতি হবে। আপনাদের আমরা রক্ষা করতে পারবো না।

জানাকের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এতে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে।