Image description

সাবেক সেনা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম শেয়ার করে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন।

এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল: "বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন 'পেহেচান', নয়ডা থেকে গ্রেফতার ১০!"

এ সংবাদ শিরোনামটি শেয়ার করে মুস্তাফিজুর রহমান লেখেন, "আলহামদুলিল্লাহ, আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুশইন হবেন।"

 

 

ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে 'অপারেশন পেহচান' পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

সায়মা ইসলাম