![Image description](https://content.bdtoday.net/files/img/202502/ed9218e198e1608a873b5b48ffe49470.png)
রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আমরা তাদের (বিএনপির) কাছে চাই, পুরো বাংলাদেশে যে শোনা যাচ্ছে, তাদের অনেক নেতাকর্মী (আমরা সবার কথা বলব না) চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হচ্ছে, তারা (বিএনপি) আরও স্ট্রংলি এই জায়গায় ভূমিকা নিক। দিন শেষে বিএনপি এতবড় রাজনৈতিক দল হিসেবে যদি একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সামনে ভালো জায়গায় যাওয়ার জন্য পথটা সুগম হবে। অন্যথায় বাংলাদেশের তরুণ প্রকন্ম এবং ছাত্র-জনতা বিএনপি শুধু নয়, পুরো রাজনীতির ওপর যে আশা—সেটা অনেকটা নিরাশার দিকে যাবে।’
আপনাদের সঙ্গে এখন বিএনপির যে আচরণ, তা ঐক্যের বাংলাদেশে সঠিক আচরণ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘দেখুন, আমাদের সাথে আচরণটা গুরুত্বপূর্ণ না। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি, বড় রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের সাথে তাদের ওই মিউচ্যুয়াল রেসপেক্টটা থাকা উচিত।’
নতুন দল গঠনের পর বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে কি না, প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘না, এখন পর্যন্ত আমরা জোটের চিন্তা করছি না।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও বলেন, ‘আমাদের লড়াই, এই অভ্যুত্থানে আমরা যখন প্রথম দিন শহীদ মিনারে ছয়জন দাঁড়াই, তখন আমাদের ৫০০ জনও ছিল না। কিন্তু শেষ দিন আমরা কোটি মানুষের সমন্বয় দেখেছিলাম। তো আমরা আমাদের লড়াই শুরু করব, এই লড়াইয়ে হয়তো কয়েক শ দিয়ে শুরু হবে, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা যদি সঠিক পথে থাকি, আমরা যদি জনগণের হয়ে কথা বলি, জনগণের কথা শুনি, জনগণের কাজ করি—তাহলে এই লড়াইটা আমাদের যে পথচলা, এক দিন ৫০০ থেকে ৫ কোটিতে যাবে। আমরা সেদিনের অপেক্ষায়।’