Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াতে ইসলামী কখনো মুনাফেকি করেনি, বরং দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করছে।

তিনি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামায়াতকে ‘মুনাফিক’ বলা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই মন্তব্যকে “ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জাতীয় ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক” বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে মতিউর রহমান আকন্দ এ কথা বলেন। এর আগে, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলায় এক স্মরণসভায় রুহুল কবির রিজভী জামায়াতকে ‘মুনাফিক’ বলে মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, “জামায়াত ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। তারা কখনো কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি।”

তিনি আরও বলেন, “দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কিন্তু বিএনপির এক নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতীয় ঐক্যকে দুর্বল করতে চাচ্ছেন। এটি রাজনৈতিক সৌজন্যবোধ ও শিষ্টাচারের পরিপন্থী।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই অবস্থানই হয়তো রিজভীর গাত্রদাহের কারণ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, বিভ্রান্তিকর বক্তব্য ও অপবাদ দেওয়া বন্ধ করে জাতীয় ঐক্য সুসংহত করতে কাজ করুন।”