Image description

‘১৩ হাজার কোটি টাকা লুটেও বহাল তবিয়তে নাবিল গ্রুপ, নেপথ্যে জামায়াতের আশকারা?’ শিরোনামে বাংলা আউটলুকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, ‘অনুসন্ধানী রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নাবিল গ্রুপের রাজনৈতিক সংস্লিষ্টতা সম্পর্কে যে সব অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই।’

বিবৃতিতে ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘গত ১৮ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতে ইসলামীর সম্মেলনে লক্ষ জনতার পাশাপাশি রাজশাহীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে রাজশাহী মহানগরীর আমীরের অজ্ঞাতসারে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন মঞ্চে উঠে পড়েন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কর্মী নন। নাবিল গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান এবং এসকল প্রতিষ্ঠানের ব্যাংক ঋনও একান্ত তার নিজস্ব এবং এর ভালো মন্দের দায়ও একমাত্র তার নিজের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে এর কোন সংশ্লিষ্টতা নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে মুলত জনগণের নিকট জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি বাংলা আউটলুক অনলাইন পোর্টালের এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি যে, পোর্টালটি আমার এ প্রতিবাদটি সকলের জানার জন্য যথাস্থানে ছাপিয়ে সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে।’

প্রতিবেদকের বক্তব্য

রাজশাহীতে জামায়াতে ইসলামীর সম্মেলনে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন মঞ্চে উঠেছিলেন, তা প্রতিবাদপত্রে স্বীকার করা হয়েছে। তবে এর সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়েছে।

নাবিল গ্রুপের চেয়ারম্যান স্বপন কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একটি ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা নানা ছুঁতায় ঋণ নিয়েছেন। নাবিল গ্রুপের মতো একটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রধান মহানগরীর আমিরের অজ্ঞাতসারে সম্মেলনে চলে গেছেন, তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। শুধু সম্মেলনে গিয়েই ক্ষান্ত হননি—একেবারে মঞ্চে গিয়ে উপবিষ্ট হয়েছেন। কর্মী না হওয়া সত্ত্বেও তিনি সম্মেলনে উপস্থিত হয়েছেন, সাধারণ কর্মী সমর্থকদের মতো ময়দানে না থেকে মঞ্চে চলে গেছেন। বাংলা আউটলুকের প্রকাশিত সংবাদে এটাই বলা হয়েছে, সম্মেলনের মঞ্চে নাবিল গ্রুপের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। জামায়াতের মহানগরীর শাখা সেটি স্বীকারও করেছেন বিবৃতিতে। 

এ ছাড়া জামায়াতের আমিরের রাজশাহী সফরে গিয়ে নাবিল গ্রুপের মার্সিডিজে ঘুরে বেড়ানো এবং গ্রুপটির চেয়ারম্যানের বাসায় আপ্যায়িত হওয়ার বিষয়টি জামায়াতের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।