জুলাই-আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা না চাওয়ার কারণেই মানুষ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন শেষে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন নাছির বলেন, ৭৫ সালে পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্তও অক্ষত ছিল এই বাড়ি। কিন্তু জুলাই অভুত্থানে গণহত্যার চালানোর পরও শেখ হাসিনার বক্তব্যে কোনো অনুশোচনা নেই। সেই কারণে এই হামলা চালায় ক্ষুব্ধ একটি অংশ।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে নিহত হয়েছে দুই হাজারেরও বেশি নিরীহ মানুষ। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে এবং বিচার কার্যক্রম চলবে।
এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যাতে তারা শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকে।