Image description

ভয়াবহ ভূমিকম্পে আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ৭.১ রিখটার স্কেলে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স বলছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ১। এই ভূমিকম্পনের উৎসস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের পর উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।