Image description
গতকাল সুলতান সালাউদ্দিন টুকু ভাই এর একটা বক্তব্য দেখলাম সেখানে উনি বলেছেন "বিএনপি একমাত্র বলতে পারে বিএনপিকে কেউ কোনদিন বলতে পারবে না বিএনপি রাজাকারের দল। স্বাধীনতা বিরোধী দল"
এবং গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন "মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ছবক শুনতে জাতি রাজি নয়।"
কিন্তু আমরা কি দেখি?
 
(১) শাহ আজিজুর রহমান (বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী)
(২) আবদুর রহমান বিশ্বাস (বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি)
(৩) মশিউর রহমান যিনি যাদু মিয়া নামে পরিচিত (প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী)
(৪) মোশাররফ হোসেন শাহজাহান (পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন)
(৫) আহসানুল হক মোল্লা যিনি পচা মোল্লা নামেও পরিচিত। (সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী)
(৬) চৌধুরী কামাল ইবনে ইউসুফ ( সাবেক খাদ্যে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মন্ত্রী)
(৭) চৌধুরী আকমল ইবনে ইউসুফ (ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ)
(৮) আবদুল মোমিন তালুকদার খোকা (বগুড়া-৩ আসনের সংসদ সদস্য সাবেক)
(৯) কাজী ফারুক কাদের (নীলফামারী-৩ প্রাক্তন সংসদ সদস্য সাবেক)
(১০) মির্জা রুহুল আমিন (প্রাক্তন মন্ত্রী ও ঠাকুরগাঁও-২-এর অঞ্চলের সাবেক সংসদীয় প্রতিনিধি)
(১১) ড. ওসমান ফারুক (বাংলাদেশের সাবেক প্রাক্তন শিক্ষামন্ত্রী)
(১২) আব্দলু আলিম (জয়পুরহাট-১ এর সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী)
(১৩) আবদুর রহমান বিশ্বাস (বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন)
(১৪) মাহমুদুন্নবী চৌধুরী, যিনি নবী চৌধুরী নামেও পরিচিত (চট্টগ্রামের ডবলমুরিং-সীতাকুন্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে গণ-যোগাযোগ মন্ত্রী এর পর ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন)
(১৫) সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাকা চৌধুরী নামেও পরিচিত (জাতীয় সংসদের চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য)
যাদের নাম লিখেছি তারা সবাই জাতীয়তাবাদী প্রখ্যাত রাজনীতিবিদ যারা সবাই ছিলেন ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। উনাদেরকে বিএনপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধান মন্ত্রী, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বানিয়েছে। উনাদের সম্পর্কে সুলতান সালাউদ্দিন টুকু, গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপি কি বলবে?
বিঃদ্রঃ যাদের নাম লিখেছি আমি উনাদের সম্মান করি এবং শ্রদ্ধা করি আমি উনাদের স্বাধীনতা বিরোধীতা বলবো না বরং বলবো ৭১-এ ভারতের বিরোধিতা করেছিলেন। উনাদের নাম গুলো স্বরণ করার কারন বর্তমান শাহবাগী মার্কা বিএনপিকে জবাব দেওয়ার জন্য৷ আমি সব সময় উনাদের সম্মান করবো।