Image description

বলিউডে বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সালমান খানের। তার প্রেমিকার তালিকাও বেশ দীর্ঘ। এবার জানা গেল তিনি প্রেমে পড়েছিলেন জুহি চাওলার। 
 
ক্যাটরিনা বা ঐশ্বরিয়ার সঙ্গে  সালমানের বিয়ের কথা থাকলেও সেই তালিকায় জুহি চাওলার নাম  জানা ছিল না অনেকেরই। সম্প্রতি টুইটারে সালমান খানের সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।  সেখানে তিনি বলছেন, জুহি খুব মিষ্টি মেয়ে। তিনি অভিনেত্রীর বাবার কাছে জুহিকে বিয়ের প্রস্তাব রেখেছিলেন।

এরপরই প্রশ্নকর্তার জিজ্ঞাসা করলেন, ‘কী উত্তর দিলেন অভিনেত্রীর বাবা?’ উত্তরে ভাইজান জানান, জুহির বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সম্ভবত, সালমানের রোজগার দেখেই এই প্রস্তাবে রাজি হননি তিনি।  

জুহি চাওলা ও সালমান খানকে ১৯৯৭ সালে ‘দিওয়ানা মাস্তানা’ সিনেমাতে  একসঙ্গে অভিনয় করেন। এরপর কোনো এক অজানা কারণে তাদের আর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।