বিভাগীয় গণসমাবেশ ঘিরে তিন দিন আগে থেকেই রাজশাহীতে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে মাদ্রাসা মাঠে। হাজার হাজার নেতাকর্মীর সমাগমে সমাবেশে কানায় কানায় পূর্ণ। তবে স্টেজে ‘ফাঁকা’ রাখা হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার চেয়ার।
রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চের ঠিক মাঝখানে দলের শীর্ষ এই দুই নেতাকে সম্মান জানানোর জন্যই দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে বলে জানান, দলের ঊর্ধ্বতন নেতারা। তোয়ালে দিয়ে ঢাকা চেয়ারের রাখা হয়েছে এই দুইজন শীর্ষ নেতার ছবিও।
একপাশে গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ার অন্য পাশে গণসমাবেশের সভাপতি রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসার চেয়ার।
গণসমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয়েছে অন্যরকম এক কৌতূহল। অনেকে চেয়ারের ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন।
তবে গণসমাবেশের আয়োজকরা বলছেন, মূলত দলের চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এই বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি।
আজ শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ। এর আগে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিএনপির সর্বশেষ বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির নেতারা বলছেন, দুপুর ২টা থেকে গণসমাবেশ শুরু কথা থাকলেও নেতাকর্মীরা চলে আসায় তারা আগেই গণসমাবেশ শুরু করবেন। প্রথমে স্থানীয় নেতারা ও শেষ দিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।