আহমেদ হোসাইন (Ahmede Hussain)
বিশ্বের সেরা দশটি পত্রিকা ধরা হয় এরকম একটির জন্য আমার পরের লেখা।
বিষয়ঃ
বাংলাদেশে পরিস্হিতি যেভাবে চলছে সেভাবে চললে—
১। আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে বা তারও আগে আওয়ামী লীগ আগের মতো একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করবে।
২। আওয়ামী লীগের বড় নেতাদের অনেকেই আগামী নির্বাচনে অংশ নিবে এরকম আভাস পাওয়া যাচ্ছে।
৩। বর্তমান সরকারের স্বজনপ্রীতি ও দুর্নীতির কথিত কিছু সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করতে পারে দ্রুত। আরো উপদেষ্টা নিয়োগ করা হতে পারে এবং তাদের নিয়োগও প্রশ্নবিদ্ধ হবে। এ সরকার এখন একটা পিচ্ছিল ঢালের মধ্যে হাঁটছে যার গতি নিম্নমুখী।
৪। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের বড়সড় বিচার করবে এরকম কোন প্রতিশ্রুতি দলটি দিচ্ছে বলে মনে হয় না। এবং তারা ‘প্রতিহিংসার’ রাজনীতি করে না— ক্ষমতায় গেলে দলটি এ বক্তব্য দিয়ে নিরাপদ দূরত্বে থাকবে।
৫। গণহত্যার বিচার আগামী রাজনীতিতে কোন ইস্যু হবে কিনা বলা যাচ্ছে না।
৬। ছাত্রনেতাদের একাংশ একটা রাজনৈতিক দল করার মধ্য দিয়ে নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) নিবে। দলটিকে বিএনপি কিছু সিট ছেড়ে দিতে পারে।
৭। জামাত নির্বাচনে আগের মতোই সিট পাবে। ১৯৭১ সালে দলটির ভূমিকা আবার রাজনৈতিক আলোচনার বিষয় হিসাবে জনপরিসরে আসবে।
৮। আশা করা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি জিতবে। দলটি আওয়ামী লীগসহ তার চিরাচরিত রাজনৈতিক বিরেধীদের যথেষ্ট জায়গা দিবে।
আমি এসব বলার কি যোগ্যতা রাখি—
১। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিনে আমি গত বছরের ৩রা অগাস্ট হাসিনার পতন নিয়ে লিখছিলাম। লেখাটা হাসিনার বিদায়ের ১ বছর ১ দিন আগে লেখা। (প্রথম কমেন্ট)।
২। গণঅভ্যুত্থানের পরপর সরকারকে সমর্থন করে ফরেন পলিসি ম্যাগাজিনে আমার আরেকটা লেখার লিংক (দুই নাম্বার কমেন্টে)
৩। আমার মূল লেখাগুলার লিংক। (তিন নাম্বার কমেন্টে)
* যে লেখাটা লিখছি এটা ছাপা হলে বা হওয়ার আগে আগে এটা ডিলিট হবে। তার আগে শেয়ার করতে পারেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন